ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
তালিকা অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করবেন।দলের গুরুত্বপূর্ণ অন্য নেতাদের মধ্যে, নোয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, চুয়াডাঙ্গা-১ আসন থেকে মোহাম্মদ তৌহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে অ্যাডভোকেট কে এম জাবির, চট্টগ্রাম-৫ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঢাকা-১৫ আসনে বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বাগেরহাট-৪ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, ঢাকা-১০ আসন থেকে অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-৯ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম, ঢাকা-৮ আসন থেকে এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, খুলনা-২ আসন থেকে খান লোকমান হাকিম।
প্রার্থী তালিকা প্রকাশের আগে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এবারের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে বেগবান করা।’
তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ।
নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবিগুলোও জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।